ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১৫ মে ২০২১   আপডেট: ১৩:০৮, ১৫ মে ২০২১
জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মে) রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জামায়াতের এই নেতার ইন্ধন দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে ২৬ মার্চ থেকে তিন দিন ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের সাতকানিয়ায় হামলা, ভাঙচুর চালায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।

রেজাউল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়