মিতু হত্যায় ২ আসামি শ্যোন অ্যারেস্ট
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাগারে থাকা দুই আসামিকে নতুন মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।
মিতুর বাবার দায়েরকৃত মামলায় সোমবার (১৬ মে) ওয়াসিম ও আনোয়ার নামে ওই দুই আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পিবিআই। পরে আদালত আনুষ্ঠানিকভাবে তাদের গ্রেপ্তার দেখায়।
এদিকে, পিবিআই’র হাতে রিমান্ডে রয়েছেন এই মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার এবং সাইদুল ইসলাম শাকু।
এ সব তথ্য নিশ্চিত করে পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, বাবুল আক্তার বাদী হয়ে দায়েরকৃত মামলায় কারাগারে থাকা দুই আসামিকে আদালতের মাধ্যমে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ নিয়ে নিহত মাহমুদা খানম মিতুর স্বামী বাবুল আক্তারকে প্রধান আসামি করে মিতুর বাবার দায়েরকৃত হত্যা মামলার ৮ আসামির মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন। পলাতক রয়েছে জামিনে থাকা আসামি মিতুকে খুনের জন্য অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা এবং শাহজাহান। আর আসামি মুছা, কালু হত্যার পর থেকে লাপাত্তা। এই চার আসামিকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পিবিআই।
রেজাউল/বকুল