ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ক্ষোভের বশে পারিবারিক বিষয়ে কথা বলেছি : কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৩ মে ২০২১  
ক্ষোভের বশে পারিবারিক বিষয়ে কথা বলেছি : কাদের মির্জা

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের পর দীর্ঘ কয়েক মাসের বিরুদ্ধাচরণ ভেঙে ভোল পাল্টে ফেলেছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাত শেষে ফেসবুকে লাইভে এসে কাদের মির্জা বলেন,  ‘আসলে পারিবারিক যে কথাগুলো বলেছি, নিতান্তই ক্ষোভের বশবতী হয়ে কথাগুলো বলেছি। এ কথাগুলো বলতে গিয়ে আমি অনেকের ক্ষোভের পাত্র হয়েছি। আমি লাইভে এসেছি, আমার কথায় যার মনে আঘাত লেগেছে, আমি সকলের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি।’   

শনিবার (২২ মে) রাতে বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকায় সাক্ষাত শেষে নিজের ফেইবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কাদের মির্জা এ সব কথা বলেন।

আরো পড়ুন:

কাদের মির্জা বলেন, ‘‘ভাইয়ের সঙ্গে রাজনৈতিক বিষয়ে টুকিটাকি কথা হয়েছে। তবে পারিবারিক বিষয়টা মূখ্য স্থান পেয়েছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন ‘তুমি কিছু কথাবার্তা বলেছো, আমি এটা নিয়ে একদিনও কোথাও আলোচনা করিনি। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেছে। আমি বলেছি, সে একদিন ভুল বুঝতে পারবে।’ এ কথাটা অত্যন্ত আবেগময় পরিবেশে বলেছে।’’

কাদের মির্জা বলেন, ‘‘উনি আমাকে রাজনৈতিক বিষয়ে নির্দেশ দিয়েছেন। বলেছেন ‘যারা তোমার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়, তাদের নিয়ে কর্মকাণ্ড শুরু কর। সব গোছানোর পর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।’ আমাকে নির্দেশ দিয়েছেন ‘তুমি প্রথমে তোমার চিকিৎসার ব্যবস্থা কর’। এখন আমি উনার সিন্ধান্ত মোতাবেক চিকিৎসার বিষয়টা গুরুত্ব দিচ্ছি। আমাদের কয়েকটা ছেলে জেলে আছে, তাদের মুক্তির বিষয়ে কথা বলেছি। উনি বলেছেন প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’’

শনিবার (২২ মে) বিকেল ৩টা ৫০মিনিটে আব্দুল কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরের ঢাকার ধানমন্ডির ব্যক্তিগত অফিসে সাক্ষাত করেন। সাক্ষাত শেষে কাদের মির্জা নিজের ফেসবুক আইডি থেকে বড় ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি পোস্ট করে ‘সব গ্লানি ভুলে শান্তির কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে একত্রিত হতে’ আহ্বান জানান।

নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি, টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, অপরাজনীতির বিষয়ে নানা বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন কাদের মির্জা। নানা সময় কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদের ও তার স্ত্রী অ্যাডভোকেট ইশরাতুন্নেছা কাদেরের বিরুদ্ধেও বিভিন্ন তীর্ষক মন্তব্য করেন। 

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুইগ্রুপের সংঘর্ষে সাংবাদিক মুজাক্কির ও শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন নিহত হয়।

সুজন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়