শিক্ষামন্ত্রীর ঘোষণা বয়কট করে শিক্ষার্থীদের বিক্ষোভ
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

‘শিক্ষামন্ত্রীর ঘোষণা ছাত্র সমাজ মানে না’ শ্লোগানে শিক্ষামন্ত্রীর ঘোষণা বয়কট করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে ) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন জেলার সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, করোনাভাইরাসের কারণে গত প্রায় দুই বছর ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বার বার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অথচ সব কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। এর মধ্যেই অনেক শিক্ষার্থী অসামাজিক কাজে লিপ্ত হওয়াসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে শিক্ষা জীবন থেকে ঝরে পরছে। শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত হয়ে পড়ছে।
মানববন্ধনে আগামী ১লা জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হঁশিয়ারি দিয়েছেন তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
কাওছার/বুলাকী