ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

জোয়ারের পানিতে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২৮ মে ২০২১  
জোয়ারের পানিতে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে চর আমানউল্লাহ গ্রামে ঘর থেকে জোয়ারের পানিতে ভেসে যাওয়া লিমা আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি বেড়িবাঁধের বাহিরে আটকে থাকা জোয়ারের পানিতে ভেসে উঠে।  পরে পরিবারের লোকজন মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

লিমা আক্তার উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের জগলুলের মেয়ে।

ওসি আবুল খায়ের জানান, বুধবার (২৬ মে) সন্ধ্যার দিকে উপজেলার সুখচর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে যায় ওই শিশু।  আজ তার মরদেহ পাওয় যায়।

সুজন/বুলাকী


সর্বশেষ

পাঠকপ্রিয়