ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

সিলেটে ৩ দফায় মৃদু ভূমিকম্প 

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২৯ মে ২০২১   আপডেট: ১২:০৩, ২৯ মে ২০২১
সিলেটে ৩ দফায় মৃদু ভূমিকম্প 

ফাইল ফটো

সিলেটে প্রায় ১ ঘণ্টার ব‌্যবধানে তিন দফায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ ও ১০টা ৫২, ও ১১টা ৩০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে কম্পনের উৎপত্তি এবং মাত্রা তাৎক্ষণিক জানা যায়নি।

সিলেটের আবহাওয়া অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন:

আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, মৃদু ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, তিন দফায় কয়েক সেকেন্ডের এ ভূমিকম্পে কেঁপে ওঠে বাড়িঘর। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরের জনসাধারণের মাঝে। অনেকে বাসা থেকে বেরিয়ে সড়কে বের হয়ে আসেনে। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

 

নোমান/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়