ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

সাতছড়ি জাতীয় উদ্যানে ফিরলো লজ্জাবতী বানরটি

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ৩০ মে ২০২১   আপডেট: ০৯:৩৬, ৩০ মে ২০২১
সাতছড়ি জাতীয় উদ্যানে ফিরলো লজ্জাবতী বানরটি

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২৯ মে) দিবাগত রাত ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন।

রেঞ্জ কর্মকর্তা জানান, রোববার রাত প্রায় সাড়ে ৭টায় চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের সাধন মৃর্ধার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় এ লজ্জাবতী বানরটি স্থানীয় লোকেরা দেখতে পান। 

আরো পড়ুন:

এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার জুয়েল মিয়ার সহযোগিতায় বিরল প্রজাতির এ লজ্জাবতী বানরটি উদ্ধার করেন। দুই ঘণ্টা পর্যবেক্ষণের পর এ বানরটি সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন বনে রাত ১০টায় অবমুক্ত করা হয়। এরপর বানরটি উদ্যানের গহীন বনে ফিরে গেছে।

মামুন/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়