সিলেটে ফের মৃদু ভূমিকম্প
সিলেটে ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
রোববার (৩০ মে) ভোররাত ৪টা ৩৫ মিনিটে অনুভূত হওয়া এ কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ২ দশমিক ৮, আর এর উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী এলাকায়।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৯ মে) দিনে ৫ দফায় ভূমিকম্পে কেঁপে ওঠে এ শহর, এর মধ্যে একটি কম্পনের মাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ দশমিক ১।
ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের বার্তা বহন করে। তাই আগামী ৩-৪ দিন সিলেটের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম।
অধ্যাপক ড. জহির বিন আলম জানান, কয়েকদিন সবাইকে সতর্ক থাকা উচিত। এর মধ্যে বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, দফায় দফায় ভূমিকম্পের কারণে পরিস্থিতি দুর্যোগ মোকাবেলায় বিশেষ পর্যবেক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট সিটি করপোরেশন। চালু রয়েছে কন্ট্রোল রুম এবং লাইনও।
নোমান/বুলাকী