ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

মোংলা পৌরসভায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৯ জুন ২০২১   আপডেট: ১৩:২৯, ৯ জুন ২০২১
মোংলা পৌরসভায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ

করোনা সংক্রমণ বাড়ায় বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। পাশাপাশি জেলার সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

বুধবার (৯ জুন) দুপুরে জেলা করোনা মনিটরিং কমিটির জরুরি সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, গেল ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১৫৪ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ৪ জন।  সংক্রমণের হার ৪৪ শতাংশ। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৬২ জন। মারা গেছে ৫১ জন।  সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ এবং নিজ বাড়ি ও বিভিন্ন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬০ জন।

আরো পড়ুন:

জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, গত ১৫ দিন ধরে জেলায় করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকহারে বেড়েছে। এর মধ্যে মোংলা পোর্ট পৌরসভায় সংক্রমণের হার সব থেকে বেশি। ফলে সংক্রমণের হার কমাতে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৬টা থেকে আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত মোংলা পোর্ট পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

তিনি বলেন, এই সময়ে ওই এলাকায় সব ধরনের গণপরিবহন, শপিংমল, হোটেল-রেস্তোরাঁ, খেয়াপাড়াপাড় বন্ধ থাকবে। শুধুমাত্র খাবার হোটেল থেকে পার্সেল নিতে পারবে জরুরি প্রয়োজনে। কঠোর বিধিনিষেধ প্রতিপালন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধির পাশাপাশি কোস্টগার্ড মাঠে থাকবে।

টুটুল/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়