ঢাকা     বুধবার   ২০ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৫ ১৪৩১

বেরোবির নতুন উপাচার্য ড. হাসিবুর রশীদ

নিজস্ব প্রতিবেদক ও রংপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ৯ জুন ২০২১   আপডেট: ২১:৪৩, ৯ জুন ২০২১
বেরোবির নতুন উপাচার্য ড. হাসিবুর রশীদ

অধ্যাপক ড. হাসিবুর রশীদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক অধ্যাপক ড. হাসিবুর রশীদকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বর্তমান আলোচিত উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর মেয়াদ আগামী ১৩ জুন শেষ হচ্ছে। তার আগে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলো। 

বুধবার (০৯ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ড. হাসিবুর রশীদকে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়।

আরো পড়ুন:

শিক্ষামন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে অধ্যাপক ড. হাসিবুর রশীদকে উপাচার্য নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্য সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগ চলতি মাসের ১৪ জুন থেকে কার্যকর হবে। 

ড. হাসিবুর রশীদ পঞ্চম উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেবেন। 

ইয়ামিন/আমিরুল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়