ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

হত্যা-মাদকসহ ১২ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২১ জুন ২০২১  
হত্যা-মাদকসহ ১২ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে হত্যা ও মাদকসহ ১২ মামলার আসামি ফজলুর রহমান মধুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান জব্দ করে পুলিশ।

রোববার (২০ জুন)  দিবাগত ভোরে পুলিশ তাকে উপজেলার নোয়াখলা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২১ জুন)  চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গ্রেপ্তার ফজলুল রহমান উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের শিকদার বাড়ির মাহমুদুল্লাহ ওরফে সাম মিয়ার ছেলে।

ওসি জানান, মধু এ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান জিসানের অন্যতম সহযোগী ছিলেন। তিনি  ৪টি হত্যা, ৪টি মাদক মামলাসহ মোট ১২ মামলার আসামি।

এছাড়াও কয়েকটি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামি তিনি। দীর্ঘদিন থেকে আত্মগোপনে থেকে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিলেন তিনি। গোপন সংবাদে চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস তাকে গ্রেপ্তার করে।

ওসি মো. আনোয়ারুল ইসলাম আরও জানান, তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার দুপুরের পর তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

সুজন/বুলাকী


সর্বশেষ

পাঠকপ্রিয়