ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

ঘুষ নেওয়ার অভিযোগে কুষ্টিয়া সাব-রেজিস্ট্রার অফিস সহকারী বরখাস্ত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২৪ জুন ২০২১   আপডেট: ০৮:৪৮, ২৪ জুন ২০২১
ঘুষ নেওয়ার অভিযোগে কুষ্টিয়া সাব-রেজিস্ট্রার অফিস সহকারী বরখাস্ত

সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রাফেলের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৩ জুন) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার সাব- রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রফেল কুষ্টিয়া সদর উপজেলা রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে গেলে তার কাছে ঘুষ চাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

আরো পড়ুন:

পরে তার ব্যাংক কর্মকর্তা ভাইয়ের কাছ থেকে ১০ হাজার টাকা নেন ওই কর্মচারী। বিএম রফেল এ ব্যাপারে তার ফেসবুক পেজে পোস্ট দিলে তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

কুষ্টিয়া সদর উপজেলা সাব- রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ বলেন, ‘বিএম আব্দুর রফেল আমার দপ্তরে এসেছিলেন জমি রেজিস্ট্রি করতে। উনার কাজ দ্রুত করে দিই। তার ভাইয়ের কাছ থেকে অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল ঘুষ নিয়েছিল বলে অভিযোগ পাওয়ার পর টাকা ফেরত দিতে বলেছি। আর এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

কাঞ্চন/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়