ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বালিয়াড়িতে ভেসে এলো তিমির কঙ্কাল

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ২৮ জুন ২০২১   আপডেট: ০৮:৩৮, ২৮ জুন ২০২১
বালিয়াড়িতে ভেসে এলো তিমির কঙ্কাল

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে এবার বালিয়াড়িতে ভেসে উঠেছে তিমির কঙ্কালের অংশবিশেষ।

রোববার (২৭ জুন) বিকেলে খবরটি জানাজানি হলে সেখানে কৌতুহলী লোকজন ভিড় জমায়।

কঙ্কালের অংশটি উদ্ধার করতে রামু উপজেলার প্রশাসনের নেতৃত্বে বনবিভাগের লোকজন তৎপরতা শুরু করেছে।

আরো পড়ুন:

সোমবার (২৮ জুন) সকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বিষয়টি জানিয়েছেন।

ইউএনও বলেন, ‘সম্প্রতি যে দুটো তিমির মৃতদেহ সৈকতে পুতে ফেলা হয়েছিল সেগুলোর কঙ্কালের অংশবিশেষ হতে পারে এটি। এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। বন বিভাগকেও বিষয়টি অবহিত করা হয়েছে। এটি উদ্ধার করে ওশানোগ্রাফিক সেন্টারে হস্তান্তর করা হবে।’

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল হিমছড়ি সমুদ্র সৈকতে ও পরদিন ১০ এপ্রিল দরিয়ানগর সমুদ্র সৈকতে দু’টি মৃত তিমি ভেসে আসে। পরে সেগুলো সৈকতেই গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়।

রুবেল/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়