ঢাকা     মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ২ ১৪৩১

ব্রিটিশ ধাতব মুদ্রাসহ আটক ১

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ৪ জুলাই ২০২১   আপডেট: ১৫:৩৯, ৪ জুলাই ২০২১
ব্রিটিশ ধাতব মুদ্রাসহ আটক ১

বগুড়ায় ৫৫টি পুরাতন ব্রিটিশ ধাতব মুদ্রা এবং নকল ধাতব মুদ্রা তৈরির সরঞ্জামসহ ইমরান আলী শাহীন নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ শনিবার (৩ জুলাই) রাতে বগুড়া শহরের শাপলা সুপার মার্কেট থেকে তাকে আটক করে।

রোববার (৪ জুলাই) দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‌্য নিশ্চিত করা হয়।

আরো পড়ুন:

শাহীন বগুড়া শহরের লতিফপুর কলোনির মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এই ধাতব মুদ্রা দিয়ে বগুড়াসহ বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহীনের কাছ থেকে ৫৫টি পুরাতন ব্রিটিশ ধাতব মুদ্রা, মুদ্রা তৈরির ডাইস, মোবাইল এবং নগদ ৩০,৩০০/- টাকা পাওয়া গেছে। তিনি মুদ্রাগুলো বিভিন্ন ভাংগাড়ির দোকান থেকে ক্রয় করে কেমিক্যাল দিয়ে বিভিন্ন ছাপ দিয়ে রোদে শুকানোর পর আগুনে পুড়িয়ে এসিড দিয়ে নিমজ্জিত রেখে ধাতব মুদ্রা তৈরি করতেন। তিনি দীর্ঘদিন ধরে এমন ধাতব মুদ্রা তৈরি করে এবং প্রতারক চক্রের মাধ্যমে এই মুদ্রা জনসাধারণকে অপপ্রচার চালিয়ে বিক্রি করে আসছিলেন। আটক শাহীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এনাম/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়