ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

কিশোরগঞ্জে চিকিৎসক-নার্সসহ করোনায় আক্রান্ত ১০৭ 

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ৫ জুলাই ২০২১  
কিশোরগঞ্জে চিকিৎসক-নার্সসহ করোনায় আক্রান্ত ১০৭ 

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার মধ‌্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক-নার্সসহ মোট ৩০ জন আছেন।

সোমবার (৫ জুলাই) সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আক্রান্ত ৩০ জনের মধ্যে ২৫ জন নার্স, ২ জন চিকিৎসক, ২ জন অ‌্যাম্বুলেন্স চালক এবং একজন নমুনা সংগ্রহকারী টেকনেশিয়ান রয়েছেন।
এনিয়ে, জেলায় দ্বিতীয়ধাপে নতুন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০২৪ জন। যার মধ‌্যে শুধুমাত্র সদর উপজেলাতেই ৭১২ জনই রয়েছেন।

আরো পড়ুন:

সিভিল সার্জন আরও জানান, জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ১০৭ জনের মধ্যে ৯২ জনই কিশোরগঞ্জ সদর উপজেলাতে শনাক্ত হয়েছে। এছাড়া বাকি ১৫ জনের মধ্যে হোসেনপুরে ২ জন, করিমগঞ্জে ৬ জন, কটিয়াদীতে ৩ জন, ভৈরবে ৩ জন এবং নিকলী উপজেলায় ১ জন শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে জেলায় এ পর্যন্ত জেলায় ৬৩৬৮ জন শনাক্ত হয়েছেন। এর মধ‌্যে সুস্থ হয়েছেন ৫২৫৩ জন এবং ৯১ জনের মৃত‌্যু হয়েছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা জানান, হাসপাতালের শিশু ওয়ার্ড খালি করে সেখানে রোগী ভর্তি করা হচ্ছে। এরপরও রোগীর চাপ কমছে না। রোগীর সংখ্যা আরও বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।এদিকে হাসপাতালের তিনজন অ‌্যাম্বুলেন্স চালকের মধ্যে দুইজন করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় রোগী পরিবহনেও জটিলতার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতেও মানুষের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে আমরা সকলে মিলে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

রুমন/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়