ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইল হাসপাতালে আরও ৭ মৃত্যু, করোনা শনাক্ত ২২৭

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৫ জুলাই ২০২১  
টাঙ্গাইল হাসপাতালে আরও ৭ মৃত্যু, করোনা শনাক্ত ২২৭

টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও এর উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুলাই) সকাল ৬টা হতে সোমবার (৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত করোনা ও উপসর্গে মোট সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরো পড়ুন:

সোমবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, রোববার (৪ জুলাই) সকাল ৬টা হতে সোমবার (৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৫৮১টি নমুনা পরীক্ষা করে ২২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৭ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা আট হাজার ৬৩১ জন। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু ১৩০ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম সজীব জানান, এই হাসপাতালে হাইফ্লো নাজাল ক্যানুলা রয়েছে ১০টি। এর মধ্যে চারটি অকেজো। মাত্র ছয়টি হাইফ্লো নাজাল ক্যানুলা দিয়ে বিপুল সংখ্যক মুমূর্ষু রোগীকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আরও অন্তত ২৫টি হাইফ্লো নাজাল ক্যানুলা থাকলে এই রোগীদের যথাযথভাবে সেবা দেওয়া যেতো। এতে মৃত্যু হারও অনেক কম হতো।

টাঙ্গাইলের সিভিল সার্জন জানান, গ্রামের মানুষ এখনও স্বাস্থ্যবিধি মানছেন না। অনেকেই ইচ্ছাকৃতভাবেই মাস্ক পরছেন না। সামাজিক দুরত্ব বজায় রাখছেন না। বর্তমানে আক্রান্তদের বেশির ভাগই গ্রামের মানুষ। মানুষ এখনো যদি সচেতন না হয় তাহলে করেনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। করোনাভাইরাস প্রতিরোধে তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

কাওছার/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়