কক্সবাজারে তরুণীকে এসিড নিক্ষেপ: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
কক্সবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কক্সবাজারে বিয়ের তিন দিন আগে তরুণীকে এসিড নিক্ষেপের ঘটনায় প্রধান অভিযুক্ত নুরুল আবছার ভুট্টোকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) মধ্যরাতে রামু থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে ভুট্টোসহ আরও ৫-৬ জন আসামি করে রামু থানায় মামলা করেন ওই তরুণীর বাবা।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ‘গত মঙ্গলবার (৬ জুলাই) ভোরে ঘরের বাইরে বের হলে তৈয়বার ওপর এসিড নিক্ষেপ করার ঘটনায় তার বাবা মোজাফ্ফর আহমদ বাদী হয়ে এজহার দায়ের করেন। এতে প্রধান অভিযুক্ত নুরুল আবছার ভুট্টোকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
তৈয়বা বেগমের মা নূর আয়েশা রাইজিংবিডিকে বলেন, ‘আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ের দিন ধার্য আছে। এর আগে আমার মেয়েকে বউ করে না নেওয়ার জন্য হবু শ্বশুরবাড়িতে গিয়ে চাপ দেয় ভুট্টোর বাবা। এরপর তাদের কথা না শুনে বিয়ের দিন ঠিক করলে ভুট্টো এসে এ কাণ্ড ঘটায়।’
তৈয়বা কক্সবাজার সদর হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। এসিডে তার মুখের ডান পাশ ঝলসে গেছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (প্রশাসন) নওশেদ রিয়াদ রাইজিংবিডিকে বলেন, ‘দগ্ধ তরুণীর মুখমণ্ডলের ডান পাশে প্রায় ৫ শতাংশ ঝলসে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তারেকুর/ইভা