বগুড়ায় করোনা ও উপসর্গে ১৬ মৃত্যু, শনাক্ত ১৫৪
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন বগুড়া জেলার এবং ২ জন অন্য জেলার বাসিন্দা। এছাড়া করোনার উপসর্গ নিয়ে একই সময় মারা গেছেন আরও ১১ জন। এই সময়ে নতুন করে আরও ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৭ জুলাই) বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন— পাবনা জেলার ফজলুর রহমান (৭৫), সিরাজগঞ্জের ওসমান গণি (৯০), বগুড়া সদরের পিন্টু (৫০), আদমদীঘির মুসলেমা (৬০) এবং শেরপুরের হোসনে আরা (৭৫)। এদের মধ্যে হোসনে আরা টিএমএসএস হাসপাতালে এবং বাকি ৪জন শজিমেক হাসপাতালে মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে শজিমেকে ৫জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ২৪ ঘণ্টায় ৬১৫ নমুনার ফলাফলে নতুন করে ১৫৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৫ দশমিক ০৪শতাংশ। ৬১৫ নমুনার মধ্যে ৬ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৮০ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৬ নমুনায় ৭ জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ২৭৫ নমুনায় ৫৩ জনের এবং টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৪২ নমুনায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্ত ১৫৪ জনের মধ্যে সদরের ৮৮ জন, সারিয়াকান্দিতে ৬ জন, শিবগঞ্জে ২ জন, আদমদীঘিতে ৬ জন, দুপচাঁচিয়ায় ৬ জন, কাহালুতে ২ জন, নন্দীগ্রামে ১৬ জন, শেরপুরে ৭ জন, ধুনটে ৭ জন, গাবতলীতে ৪ জন এবং শাজাহানপুরে ১০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
এনিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হলেন ১৫ হাজার ৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৫৬ জন। মোট হয়েছে মৃত্যু ৪৪২ জনের । বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৪৮৯জন।
এনাম/বুলাকী