ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

খুলনা বিভাগে করোনায় এক দিনে সর্বোচ্চ ৭১ জনের মৃত‌্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ৯ জুলাই ২০২১   আপডেট: ১৩:৪৪, ৯ জুলাই ২০২১
খুলনা বিভাগে করোনায় এক দিনে সর্বোচ্চ ৭১ জনের মৃত‌্যু

ফাইল ফটো

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে ৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৬৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। খুলনা করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৮৭ জনে।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

এ বিভাগে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৯ জন, ঝিনাইদহে ১০ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, মেহেরপুরে ৫ জন, বাগেরহাটে ২ জন এবং নড়াইল ও মাগুরা জেলায় একজন করে মারা গেছেন।

আরো পড়ুন:

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গা জেলায় গত বছরের ১৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৯ হাজার ১৮৭ জন। তাদের মধ‌্যে মারা গেছেন ১ হাজার ৪৮৭ জন। করোনামুক্ত হয়েছেন ৪৪ হাজার ৭২৭ জন।

নূরুজ্জামান/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়