কারখানাটিতে দাহ্য পদার্থ ছিল: পুলিশ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় দাহ্য পদার্থ থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্লোরে।
রাসায়নিক কেমিক্যাল, আঠা এবং ভোজ্যতেল থাকার কারণেই মূলত আগুনের লেলিহান ভয়ঙ্কররূপ ধারণ করে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।
শুক্রবার (৯ জুলাই) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘কারখানাটিতে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করা হতো। এ কারণে কেমিক্যাল রাখতে হতো। কোনোভাবে সেখানে আগুন ধরে যায়। ভেতরে দীর্ঘক্ষণ আগুন জ্বলতে থাকে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের করা হবে। ঘটনার পারিপার্শ্বিক সবকিছু বিবেচনা করে মামলা করব। আগুনের ঘটনায় ৫২ জন মারা গেছে।’
এর আগে কারখানার ভেতর তল্লাশি শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও জানান, দাহ্য পদার্থের কারণেই সেখানে আগুন ভয়ংকর রূপ ধারণ করে। পাশাপাশি ধোঁয়ায় ভরে যায়। অক্সিজেনের সংকটও দেখা দেয়। এ কারণে চতুর্থ তলায় বেশিরভাগ শ্রমিকের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ৬ তলা ওই কারখানাটিতে হঠাৎ আগুন লাগে। এসময় ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। ইমার্জেন্সি একজিট বন্ধ থাকায় তারা ভেতরে আটকে পড়েন।
ঢাকা/মাকসুদ/সনি
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: আরও ২১ জনের মরদেহ হস্তান্তর
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: মামলার তদন্তে সিআইডি
- ৩ বছর আগে সেজান জুস কারখানায় আগুন: মালিকের ২ ছেলের জামিন
- ৩ বছর আগে ‘শ্রম আইনের লঙ্ঘন হয়েছে সেজান জুস কারখানায়’
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: আহত শ্রমিকরা পেলেন চিকিৎসা সহায়তা
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা
- ৩ বছর আগে ‘রূপগঞ্জে অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
- ৩ বছর আগে নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় হত্যা মামলা, গ্রেপ্তার ৮
- ৩ বছর আগে নারায়ণগঞ্জের কারখানার আগুন নিয়ন্ত্রণে
- ৩ বছর আগে ‘ও স্যার, আমার মায়ের হাড্ডিগুলা খুইজ্জা দেন স্যার!’
- ৩ বছর আগে ‘২৪ টা ঘণ্টা মেয়ের লাশটা পড়ে ছিলো’
- ৩ বছর আগে রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ‘লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষা’
- ৩ বছর আগে ‘আহতরা ৫০ হাজার, নিহতদের পরিবার পাবে ২ লাখ টাকা’
- ৩ বছর আগে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় অর্থমন্ত্রীর শোক
- ৩ বছর আগে কম্পা মা তুই কোথায়, ফিরে আয় মা: বাবার আর্তনাদ