ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

‘আহতরা ৫০ হাজার, নিহতদের পরিবার পাবে ২ লাখ টাকা’ 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ৯ জুলাই ২০২১   আপডেট: ২২:১২, ৯ জুলাই ২০২১
‘আহতরা ৫০ হাজার, নিহতদের পরিবার পাবে ২ লাখ টাকা’ 

শ্রম ও কর্মসস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেছেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ডাইফি’র পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, তাদের প্রত‌্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। শ্রম আইন অনুযায়ী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে নিহতদের প্রতিটি পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়া হবে।’

শুক্রবার (৯ জুলাই) সন্ধ‌্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ আগুনের ঘটনায় কারখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, ‘মালিক পক্ষ থেকে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হবে। এছাড়া এ অগ্নিকাণ্ডে কারখানার কোনো ত্রুটি ছিল কি না- যারা পরিদর্শন করেছেন তাদের গাফলতি থাকলে তাদের বিরুদ্ধে ও প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ‌্য, গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জন প্রাণ হারায়।

রাকিব/সনি

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়