সাতক্ষীরায় আরও ১০ জনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় আরও ১০ জন মারা গেছেন। একই সময়ে ১২৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৬৪ শতাংশ।
শনিবার (১০ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯ জুলাই সকাল থেকে ১০ জুলাই সকাল পর্যন্ত তারা মারা যান।
তিনি জানান, জেলায় এখন পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪১৪ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ০৩৯ জন। এখন ১০৯৮ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ জন ও বেসরকারি হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ১০৫৭ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
শাহীন গোলদার/ইভা