ধসে গেছে আশ্রয়ণ প্রকল্পের ৯টি ঘরের বারান্দা
কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কুমিল্লার মুরাদনগর উপজেলায় হস্তান্তরের আগে ধসে পড়েছে মুজিববর্ষ উপলক্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের নয়টি ঘরের বারান্দার অংশ।
গত সপ্তাহে উপজেলার চাপিতলা এলাকার ওই নয়টি ঘরের অংশবিশেষ ধসে পড়ে। তবে বিষয়টি জানাজানি হয় রোববার (১১ জুলাই)। সেখানে ৩০টি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। কিছুদিনের মধ্যে আরও ১০টি নির্মাণ করা হবে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মুজিববর্ষ উপলক্ষে মুরাদনগর উপজেলায় প্রথম পর্যায়ে গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ৫৬টি ঘর দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ২৫০টি ঘর নির্মাণের কাজ চলছে। প্রকল্পের ঘরগুলো সরকারি খাস জমির উপর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরে আছে দুটি কক্ষ, বারান্দা, রান্নাঘর ও টয়লেট। সেমিপাকা এই ঘরগুলোর প্রতিটি তৈরি করতে প্রথম পর্যায়ে খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। দ্বিতীয় পর্যায়ে খরচ হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। প্রতিটি পরিবারকে দুই শতাংশ জমিসহ এই ঘর দেওয়া হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চাপিতলা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের জমিটি তড়িঘড়ি করে ড্রেজার দিয়ে উত্তোলন করা বালু ফেলে ভরাট করা হয়েছে। বালু জমির মাটির সঙ্গে ভালোভাবে মেশেনি। তাই নিচ থেকে বালু সরে যাওয়ায় ঘরগুলোর বারান্দার অংশ ধসে পড়েছে।
উপজেলার চাপিতলা ইউপির চেয়ারম্যান আবদুল কাইয়ুম ভুঁইয়া বলেন, বালু দিয়ে জমি ভরাট করে তড়িঘড়ি করে ঘর নির্মাণের কাজ করায় কয়েকটি ঘরের আংশিক ধসে পড়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ধসে পড়া ঘরের পুনঃনির্মাণের কাজ শেষ হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হাই বলেন, কয়েকদিনের ভারিবর্ষণে আংশিক ক্ষতি হয়েছে। মেরামতের কাজ শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, এখনও ঘরগুলো সুবিধাভোগীদের বুঝিয়ে দেওয়া হয়নি। মাটি ধসে পড়ার সঙ্গে সঙ্গে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। ঘরগুলো বুঝিয়ে দেওয়ার আগে যতবার সংস্কার করা লাগে, ততবার সংস্কার করা হবে বলে জানান তিনি।
রহমান/বকুল