ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

শিকারি থেকে উদ্ধারকৃত ৯টি পাখি অবমুক্ত 

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১৩ জুলাই ২০২১  
শিকারি থেকে উদ্ধারকৃত ৯টি পাখি অবমুক্ত 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে শিকারির কবল থেকে উদ্ধার হওয়া নানা প্রজাতির নয়টি পাখি অবমুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অফিস এলাকায় ওইসব পাখি অবমুক্ত করা হয়। হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী এ সব পাখি অবমুক্ত করেন। শিকারির কবল থেকে উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে ছিল একটি পাতি শরালি, একটি ডাহুক, তিনটি ঘুঘু ও চারটি শালিক পাখি।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় সোমবার (১২ জুলাই) দিনব্যাপি মাধবপুর উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে ওইসব পাখি উদ্ধার করা হয়। 

আরো পড়ুন:

মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়