টানা ৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরের আমদানি-রপ্তানি
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম।
বুধবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
সভাপতি রাইজিংবিডিকে জানান, মুসলমানদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৯ জুলাই সোমবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত ভারত থেকে এই বন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। আবার ২৫ জুলাই রোববার সকাল থেকে ভারত থেকে সকল প্রকার আমদানি-রপ্তানি চালু হবে।
এদিকে, হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম রাইজিংবিডিকে জানান, স্থলবন্দরের কার্যক্রম আলাদা, আমাদের কার্যক্রম আলাদা। আমাদের সরকারি ছুটি ৩ দিন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তবে শুক্রবার সরকারি ছুটি, তা দিয়ে ৪ দিন আমাদের কার্যক্রম বন্ধ থাকবে। ২৪ জুলাই শনিবার থেকে যথারীতি কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক হবে।
মোসলেম/বুলাকী