ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

পদ্মা সেতুর সড়ক পথের পিচঢালাইয়ের কাজ শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০০, ১৫ জুলাই ২০২১   আপডেট: ০০:০৪, ১৫ জুলাই ২০২১
পদ্মা সেতুর সড়ক পথের পিচঢালাইয়ের কাজ শুরু

দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণকাজ। সেতুর সড়কপথের পিচঢালাইয়ের (কার্পেটিং) কাজ শুরু হয়েছে।

প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল) নামের প্রতিষ্ঠান এ পিচঢালাইয়ের কাজ পরীক্ষামূলকভাবে করছে। মঙ্গলবার (১৩ জুলাই) সেতুর জাজিরা প্রান্তে ৪০ ও ৪১ নম্বর পিলারের স্প্যানের সড়কপথে পিচঢালাই কাজ শুরু করা হয়।

বুধবার (১৪ জুলাই) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মুল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের।

দেওয়ান মো.আব্দুল কাদের জানান, পদ্মা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষের পথে। প্রথম দিন সেতুর ৬০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থ অংশে পিচঢালাই কাজ করা হয়েছে। সেতুর সড়কপথে পিচঢালাই কাজ শুরু করা হয়েছে। পিচঢালাইয়ের কাজ শেষ হলে গাড়ি চলাচল করতে পারবে।

এর আগে এ বছরের ২০ জুলাই সেতুর রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছিলো। এদিন সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্লাব বসানো হয়েছে। এ বছরের ৩০ জুন পর্যন্ত পদ্মা সেতুর অগ্রগতি হয়েছে ৯৪ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৮৭ ভাগ।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানো হয় পদ্মা সেতুতে। এরপর পর ক্রমান্বয়ে ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসানো হলে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু ২০২০ সালের ১০ ডিসেম্বর মাসে পুরোপুরি দৃশ্যমান হয়।

শেখ মোহাম্মদ রতন/নাসিম


সর্বশেষ

পাঠকপ্রিয়