ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ককটেল তৈরির সময় দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৫ জুলাই ২০২১  
ককটেল তৈরির সময় দুই রোহিঙ্গা আটক

আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (১৬ এপিবিএন) সদস্যরা টেকনাফের শামলাপুর ২৩ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে ককটেল তৈরির সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে।

এরা হলেন- উখিয়া বালুখালী ক্যাম্প-১৮ এর মৃত নুর হোসেনের ছেলে মো. শাহীন (২২) ও নুর হোসেনের ছেলে মো. সাহেদ (১৮)।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল পৌনে ১০ টায় বিষয়টি নিশ্চিত করেন আর্মড পু্লিশ ব্যাটালিয়ানের অধিনায়ক তারিকুল ইসলাম।

তিনি জানান, ‘বুধবার মধ্যরাতে টেকনাফ শামলাপুর ১৬ এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্সের নেতৃত্বে ২৩নং রোহিঙ্গা ক্যাম্প শামলাপুর এ/৪ ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  এ সময় তাদের কাছ থেকে চাকু, লাল স্কচটেপ, কাঁচি, রেক্সিন ও ৯টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।

তারেকুর রহমান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়