গাজীপুর শহরজুড়ে গ্যাসের গন্ধ, উৎকণ্ঠায় নগরবাসী
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুর সিটি কপোরেশনের বিভিন্ন এলাকায় হঠাৎ গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পরে এলাকাবাসী। এসময় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করে। নগরবাসীর ধারণা গ্যাসের বড় কোন সমস্যা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ২৩, ২৪, ২৫, ২৮ নং ওয়ার্ডে (১৯ জুলাই) বিকেল থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। তবে রাত বাড়ার সাথে সাথে গন্ধ আরও বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
জয়দেবপুর শহররের ছায়াবীথি এলাকার বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বলেন, বিকেলেও গন্ধ পেয়েছি। রাতে আরও বেশি গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রথমে ভেবেছিলাম আমাদের বাসায় গ্যাস লাইন লিক হয়েছে কিন্তু এখন শোনা যাচ্ছে অনেকেই এই গন্ধ পাচ্ছে।
২৬ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুন্নাহার জানান, গন্ধের কারণে আতঙ্ক কাজ করছে। এর আগে এমন গ্যাসের গন্ধ পাইনি।
এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইমারজেন্সি নম্বরে ফোন দেওয়া হয়। সেখানে দায়িত্বরত টেকনিশিয়ান মিজান হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘এটা কোন সমস্যা না। চিন্তিত হওয়ার কিছু নেই। টেকনিকাল কারণেই আমরা এক ধরনের মেডিসিন দিয়েছি। সেই মেডিসিনের কারণেই প্রচুর গন্ধ বের হবে। আগামীকালের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে।’
গাজীপুর/রেজাউল/আমিনুল