ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

কুকুরের পা ভাঙাকে নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ২৭ জুলাই ২০২১  
কুকুরের পা ভাঙাকে নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

হবিগঞ্জ জেলার মাধবপুরের শিমুলঘর গ্রামে কুকুরের পা ভাঙাকে কেন্দ্র করে দু’পক্ষের কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই)  রাতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, ২৫ জুলাই বিকেলে উপজেলার শিমুলঘর গ্রামের নাসির উদ্দিন লস্করের পালিত কুকুর একই গ্রামের মনির উদ্দিনের হাঁসের খামারে ধাওয়া দেয়। এ সময় মনিরের ছেলে পাল্টা ধাওয়া দিলে কুকুরটির পা ভেঙে যায়। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। এর জের ধরে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত শিরু মিয়া (৫৫), মোতাচ্ছির মিয়া (২৬), সারফিন (২৫), নিজাম উদ্দিন (২৮), রোকন উদ্দিন (৩২), বাছির মিয়া (৩৮), রানু বেগম (৪০), নূরউদ্দিন (২৭), নূর আহম্মদ (৩২), সালেক মিয়া খাঁন (৩৫), বাহার খন্দকার (৩২), লাফু মিয়া লস্কর (৩০), সুজন চৌধুরী (৩৮), আসকির মিয়া লস্কর (৬০), সুমন খাঁন (৩৫), সোয়াই মিয়া মোল্লা (৫০), বাছির মিয়া (৩৮), নাসির মিয়া (৩৫), জাহেদ মিয়া (৩৮), শেখ ফখরুল ইসলাম (৪২), মিনহাজ মিয়া (৩৮), সাদ্দাম মিয়া (২৬), সোহেল মিয়া (৩৬), খোকন মিয়া (৩৫) ও আরিছ মিয়াকে (২৮) সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া হাসপাতাল এবং নাসিরনগর ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 
 

হবিগঞ্জ/মামুন/এমএম


সর্বশেষ

পাঠকপ্রিয়