বগুড়ায় করোনা ও উপসর্গে ১৯ মৃত্যু
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৯ জন। এদের মধ্যে করোনায় ৬ জন করোনায় এবং উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ১৬৫ জন।
বুধবার (২৮ জুলাই) বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন— বগুড়া সদরের মাহফুজুর রহমান (৬৯), গৌরী পাল (৭০), রুনা হক (৫২), সুফিয়া খানম (৭০) ও অজিয়ার রহমান (৫৫) এবং শাজাহানপুরের আবুল কালাম আজাদ (৬৫)। মারা যাওয়া ব্যক্তিরা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৪৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে নতুন করে আরও ১০৬ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ দশমিক ৪৫ শতাংশ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫০৫ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১১ জন। মারা গেছেন ৫৫১ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৪৩ জন।
এনাম/বুলাকী