ঢাকা     শনিবার   ২৯ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৬ ১৪৩১

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি বন্ধ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২৯ জুলাই ২০২১   আপডেট: ১৬:২১, ২৯ জুলাই ২০২১
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি বন্ধ 

ফেরি চলাচল এখন বন্ধ রয়েছে (ফাইল ফটো)

নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যাবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু করা হবে।  

এর আগে সকাল থেকেই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির ভিড় ছিলো। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করেই ঢাকায় ফিরেছেন দক্ষিণাঞ্চলের শত শত কর্মজীবী মানুষ। তবে ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের স্বাস্থ‌্যবিধি মানতে দেখা যায়নি। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানিয়েছেন, শিমুলিয়া চৌরাস্তা থেকে ফেরিঘাট পর্যন্ত বেশ কিছু চেকপোস্ট রয়েছে। শিমুলিয়া ঘাটের অভিমুখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পণ‌্যবাহী ট্রাকের একটি দীর্ঘ সারি রয়েছে। শিমুলিয়া ঘাটে ফেরির পল্টুনে দুটি চেক পোস্ট দেওয়া হয়েছে।

রতন/ইভা   

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়