মুন্সীগঞ্জে ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নে বড় রায়পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে বাল্বহেটের শ্রমিক নিহত হয়েছেন।
জানা যায় বুধবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে বড় রায়পাড়া মেঘনা নদীর পারে একটি ডগ ইয়ার্ডের কাছে নোঙর ফেলে বাল্বহেডের পাখা ভেঙ্গে গেলে সেটা খুলে কাজ করার সময় মায়ের দোয়া নামের বাল্বহেডের ইঞ্জিন মিস্ত্রি মামুন মিয়া (৩০) বিদ্যুৎস্পৃষ্টে আহত হলে তাকে উদ্ধার করে জামালদি অবস্থিত শুকরিয়া ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে সেখান থেকে গজারিয়া থানায় তার লাশ নিয়ে আসে। এ বিষয় বাল্বহেডের সুকানি এনায়েত মিয়া বাদী হয়ে গজারিয়া থানা একটি অপমৃত্যু মামলা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির হাসান বলেন, আমরা খবর পেয়েছি একটি ডায়গনস্টিক সেন্টার থেকে তার লাশ উদ্ধার করেছি এবং ঘটনাস্থলে গিয়ে অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
রতন/আমিনুল