ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

পাবনায় টিকা না দিয়েই সিরিঞ্জ পুশের ঘটনায় তদন্ত কমিটি, ২ নার্স প্রত‌্যাহার

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ৫ আগস্ট ২০২১   আপডেট: ১৫:৩৬, ৫ আগস্ট ২০২১
পাবনায় টিকা না দিয়েই সিরিঞ্জ পুশের ঘটনায় তদন্ত কমিটি, ২ নার্স প্রত‌্যাহার

পাবনায় করোনা টিকা না দিয়ে শরীরে সিরিঞ্জ পুশের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া, এই ঘটনার সঙ্গে জড়িত দুই স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী পরিচালক জানান, বুধবারের ঘটনায় বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে আটঘরিয়া উপজেলা স্বাস্থ‌্য কর্মকর্তা ড. রফিকুল হাসানকে। তিনদিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তের মাধ্যমে সবকিছু জানা যাবে।

আরো পড়ুন:

সেই সঙ্গে এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার দায়ে দু’জন সিনিয়র স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন— মেরিনা গোমেজ ও মিতা খাতুন।

উল্লেখ্য, ঢাকা কমিউনিটি মেডিক‌্যাল কলেজ অ‌্যান্ড হাসপাতালের এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী সাবাহ মারিয়ম অন্তিকা করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার জন্য বুধবার সকালে পাবনা জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ান। দুপুর পৌনে ১২টার দিকে টিকা ছাড়াই খালি সিরিঞ্জ তার শরীরে পুশ করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীর বাবা অ্যাডভোকেট আব্দুল হান্নান।  এ বিষয়ে বুধবার রাইজিংবিডিতে একটি সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন: এবার পাবনায় টিকা না দিয়ে সিরিঞ্জ পুশের অভিযোগ

শাহীন/বুলাকী


সর্বশেষ

পাঠকপ্রিয়