ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৮ মৃত্যু, শনাক্ত ৯২৮

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ৭ আগস্ট ২০২১   আপডেট: ১০:০৫, ৭ আগস্ট ২০২১
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৮ মৃত্যু, শনাক্ত ৯২৮

চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ৩ জন এবং বিভিন্ন উপজেলায় ৫ জন মারা গেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৪ জন। এর মধ্যে ৬১১ জন নগরের ও ৪৩৩ জন উপজেলার বাসিন্দা।

শনিবার (৭ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয়ের করোনার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবগুলোতে ২ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৫৬৩ জন নগরের ও ৩৬৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৩৭৫ জন।

আরো পড়ুন:

এছাড়া ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু ঘটেছে। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে শতকরা ৯৩ শতাংশ বলে ভারতীয় ডেলটা ভেরিয়েন্ট বলে চট্টগ্রামের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়