ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

২ সন্তানের জন্য বাঁচতে চান শিক্ষক ফারজানা অভি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ১১ আগস্ট ২০২১  
২ সন্তানের জন্য বাঁচতে চান শিক্ষক ফারজানা অভি

ফারজানা অভি। দুই সন্তানের জননী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে গ্র্যাজুয়েশন করা ফারজানা বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে মানুষ গড়ার কারিগর হিসেবেই দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো মরণব্যাধি ক্যান্সার। 

সম্প্রতি ফারজানা অভির ব্রেন টিউমার ধরা পড়ে চতুর্থ স্টেইজে এসে। চিকিৎসকরা পরামর্শ দিলে দ্রুত টিউমার অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা টিউমার পুরোপুরি অপাসারণের কথা জানালেও কিছু দিন আগে ভারতে ফাইনাল ফলোআপে আবারও তার মাথায় তিনটি টিউমারের অস্তিত্ব ধরা পড়ে। আর এই টিউমারের উৎস ব্রেস্ট থেকেই বলে জানান চিকিৎসকরা। 

চিকিৎসকদের ভাষ্যমতে, ফারজানা অভির টিউমারের ধরন Metastasis বা Metastatic form এ। এই স্টেইজে তার আর অপারেশনের সুযোগ নেই। তাকে প্রতি ২১ দিন অন্তর নিয়মিত কেমোথেরাপি দিয়েই বাঁচতে হবে।  বর্তমানে প্রতিমাসে কেমোথেরাপি ও ওষুধ খরচ বাবদ ব্যয় করতে হচ্ছে ২ থেকে ৩ লাখ টাকা। ইতোপূর্বে অপারেশন এবং বিদেশ গিয়ে চিকিৎসাবাবদ সব সঞ্চয় খরচ করে ফেলেছেন অভি ও তার স্বামী ঢাকা ব্যাংকের কর্মকর্তা মোবারক হোসেন। 

তাদের সংসারে রয়েছে দুটি পুত্র সন্তান। প্রতিমাসে এত টাকা খরচ করে অভির চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ফুটফুটে সন্তানদের জন্য বেঁচে থাকার আকুতি নিয়ে সবার কাজে সাহায্য প্রার্থনা করেছে অভির পরিবার। দেশের সামর্থবান মানুষের সহায়তায় একজন মানুষ গড়ার কারিগর নরসিংদি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ফারজানা অভি ক্যান্সার জয় করে নতুন জীবন ফিরে পেতে পারেন।

অভি বর্তমানে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ক্যান্সার স্পেশালিস্ট ডা. কামরুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

সহায়তা পাঠানোর ঠিকানা-

Account Name- Farzana Ovi

A/C No- 115912133017995

Bank Name- Mercantile Bank Limited

Branch- Dholaikhal, Dhaka

Routing No- 140271841

বিকাশ/রকেট/নগদ-01757136426 (অভির স্বামী)

বিকাশ-01920706410 (ফারজানা অভি)

রেজাউল/মাহি 


সর্বশেষ

পাঠকপ্রিয়