ঢাকা     শনিবার   ২৬ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১০ ১৪৩১

ফল নিয়ে অসন্তোষ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১১ আগস্ট ২০২১   আপডেট: ১৪:৪৬, ১১ আগস্ট ২০২১
ফল নিয়ে অসন্তোষ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ফল সংশোধনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছেন তারা।

বুধবার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ২টার সময়ও বিক্ষোভ চলছিলো।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘মহাসড়কে যেন যানজট না লাগে এজন্য আমরা খেয়াল রেখেছি। আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবির জন্য আন্দোলন করছেন।’ 

উল্লেখ্য, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষায়  অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গত ২০ জুলাই ফল প্রকাশিত হয় । উক্ত ফলে ৭২ শতাংশ কৃতকার্য হন এবং বাকি ২৮ শতাংশ শিক্ষার্থী ফেল করেন। এতে ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়। এ নিয়ে  শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেন।

 

শিক্ষার্থীরা বলেন, ‘হলে গিয়ে পরীক্ষা দেওয়া হলেও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে। অনেক শিক্ষার্থী চতুর্থ বর্ষের দশটি কোর্সের মধ্যে নয়টিতে প্রথম শ্রেণি পেলেও তুলনামূলক সহজ বিষয়ে যেমন সাংগঠনিক আচরণ, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদিতে অকৃতকার্য হয়েছেন।  যেটি খুবই হতাশাজনক। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ্রহণ করেছি এই পরীক্ষা খুব ভালো দিয়েছি । দায়সারাভাবে খাতা মূল্যায়ন করার জন্য আমাদের খারাপ ফল এসেছে।’ 

টঙ্গী কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ‘গণহারে একই বিষয়ে অনেকে অকৃতকার্য হয়েছে। যে বিশ্বাসযোগ‌্য নয়। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে সেশনজট থাকবে না বললেও নির্বাচন এবং করোনার জন্য ২০১৯ সালের ফাইনাল পরীক্ষা ২০১১ সালে এসে শেষ হয়। চার বছরের বিপরীতে ছয় বছর লেগে যাওয়ার কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছি।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মশিউর রহমান বলেন, ‘যেহেতু শিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করা হয়েছে সুতরাং এটার আর পরিবর্তনের সুযোগ নেই।’ শিক্ষার্থীদের আন্দোলন না করে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।

রেজাউল করিম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়