ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সিলেটে একদিনে ২১ জনের মৃত্যু, শনাক্ত ৫৬৭

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১২ আগস্ট ২০২১  
সিলেটে একদিনে ২১ জনের মৃত্যু, শনাক্ত ৫৬৭

সিলেট বিভাগে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য বিভাগ।

একই সময়ে বিভাগের চার ল্যাবে ১৮৬৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৫৬৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে; শনাক্তের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ। আর এ সময়ে হাসপাতালে এবং বাসায় চিকিৎসাধীন অবস্থায় করোনা থেকে মুক্তি পেয়েছেন ৫৯২ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৯ জনই সিলেট জেলার, আর হবিগঞ্জ জেলায় একজন এবং সুনামগঞ্জ জেলায় একজন রয়েছেন।

 স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত সিলেট জেলায়। এ জেলায় ৩১৭ জন, সুনামগঞ্জে ৫৩ জন, হবিগঞ্জে ৫৫ জন এবং মৌলভীবাজারে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসঙ্গে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এসময়ে।

আর এন্টিজেন টেস্টের মাধ্যমে বিভাগের চার জেলায় ১১৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলায় ২৩ জন, সুনামগঞ্জ জেলায় ৩৩ জন, হবিগঞ্জ জেলায় ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৪২ জনের পজিটিভ আসে।

তথ্য মতে, বিভাগের চার জেলায় এখন পর্যন্ত ৪৭ হাজার ৫৭৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ১৪৪ জন। আর মৃত্যু হয়েছে ৮৬৫ জনের। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলায় ৬০ জন, হবিগঞ্জ জেলায় ৪৩ জন, মৌলভীবাজার জেলায় ৬৬ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে ৪৬৪ জন করোনা পজিটিভ নিয়ে ভর্তি আছেন। আর বাকি অ্যাকটিভ রোগী নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নোমান/মাহি 


সর্বশেষ

পাঠকপ্রিয়