মানিকগঞ্জ কোভিড হাসপাতালে আরো ৫ জনের মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনায় এবং বাকি ৩ জন উপসর্গে মারা গেছেন।
সোমবার (১৬ আগস্ট) দুপুরের দিকে ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বিয়য়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে মারা গেছেন ৫ জন। এ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮৩ জন করোনায় এবং ২১২ জন উপসর্গে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯০জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮জন।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা জানান, গত ২৪ ঘণ্টায় ৪২০টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ। আক্রান্ত ৭০ জনের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ সদরে ২৫ জন, সিংগাইরে ২১ জন, শিবালয়ে ১২ জন, সাটুরিয়ায় ৫ জন, ঘিওরে ৫ জন, দৌলতপুরে একজন এবং হরিরামপুর উপজেলায় একজন।
তিনি জানান, জেলায় এ পর্যন্ত ৩৮ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষায় ৭ হাজার ৪৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৩৬৩ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১৯ জন।
জাহিদুল হক চন্দন/টিপু