ঢাকা     সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৪ ১৪৩১

ভালুকায় নৌকাডুবি, চিকিৎসকসহ নিখোঁজ ২

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩০, ১৭ আগস্ট ২০২১  
ভালুকায় নৌকাডুবি, চিকিৎসকসহ নিখোঁজ ২

ময়মনসিংহের ভালুকার খিরু নদীতে বনভোজনের নৌকার সাথে বালুবাহী ট্রলারের ধাক্কায় এক চিকিৎসকসহ দুইজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রাজ্যই ইউনি উরাহাটি গ্রামের ফকির বাড়ি মোড় ত্রিমোহনী সংলগ্ন খিরু নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজ আরা।

তিনি জানান, বনভোজন শেষে নৌকা করে উপজেলায় ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমিত কুমার রায় ও তানভীর নামে এক ডেকোরেশন কর্মী নদীতে নিখোঁজ রয়েছেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

মাহমুদুল হাসান মিলন/নাসিম


সর্বশেষ

পাঠকপ্রিয়