ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলছে না ফেরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ১৯ আগস্ট ২০২১   আপডেট: ১৯:০৪, ১৯ আগস্ট ২০২১
শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলছে না ফেরি

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এদিকে, ফেরি বন্ধ থাকায় লঞ্চে যাত্রীদের চাপ বেড়েছে।

বুধবার (১৮ আগস্ট) দুপুর সোয়া ২টায় ফেরি চলাচল বন্ধ করা হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ‌্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ আছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনা এড়ানো ও পদ্মা সেতুর নিরাপত্তার জন্য ফেরি বন্ধ চলাচল রাখা হয়েছে। ১৭টি ফেরি দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে।

ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আছে পণ‌্যবাহী চার শতাধিক গাড়ি। তবে, অনেক ব্যক্তিগত গাড়ি ঘাট থেকে ফিরে গেছে।

এ নৌ রুটে ৮৭টি লঞ্চ চলছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর শিমুলিয়া লঞ্চ ঘাটের পরিদর্শক মো. সোলেমান।

রতন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়