পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিনে ২১ জনকে জরিমানা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিনে পটুয়াখালীর কুয়াকাটায় স্বাস্থ্যবিধি না মানায় ১০ ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় সরকারি বিধি নিষেধ না মানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১১ রেস্টুরেন্ট ব্যবসায়ীকে ৩৮ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট ও চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল।
জগৎবন্ধু মণ্ডল জানান, করোনা সংক্রমণ রোধে প্রথমে মাইকিং করে পর্যটক ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। তারপরও যারা স্বাস্থ্যবিধি মানেননি তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।
এসময় ইকোফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি ও মহিপুর থানার এসআই ইমরানসহ ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমরান/বুলাকী