আরিচা পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার উপরে
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রোববার (২২ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. ফারুক হোসেন বলেন, ‘যমুনা নদীর আরিচা পয়েন্টে ৯ দশমিক ৪০ সেন্টিমিটারকে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ৬টায় এ পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম করে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বেড়েছে। উজানের ঢলের পানি বৃদ্ধিতে এ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এ পয়েন্টে পানি বৃদ্ধিতে পদ্মা নদীসহ জেলার অভ্যন্তরীণ নদীগুলোতে পানি বাড়ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলেও জানান তিনি।
চন্দন/বুলাকী