বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে বালুবাহী ট্রাকচাপায় সাগর মিয়া (২০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (২৩ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাগর মিয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামের নান্নু মিয়ার ছেলে।
ওসি জানান, আজ সকালে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী এক ট্রাক বেকারিসামগ্রী বহনকারী ভ্যানকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত ভ্যানচালককে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রুবেল/বুলাকী