৩৩ গণপরিবহনে ডাকাতি: ছেলের চিকিৎসার ২ লাখ টাকা লুট হয় রাশিদার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ফলিমারি বিলে ৩৩টি গণপরিবহনে ডাকাতির কবলে পড়েন রাশিদা বেগম (৪৩)। তিনি উপজেলার খালেআলমপুর গ্রামের হুমায়নের স্ত্রী। রশিদা বেগম আহত অবস্থায় ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ভোলাহাট এলাকার বাসিন্দা এবং স্থানীয় সাংবাদিক জামিল হোসেন বলেন, ‘আমার বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব ৫০০ মিটারের মতো। সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাতে যখন ফলিমারির বিলে চিৎকার-চেঁচামিচি শুনলাম, তখন আমি ঘটনাস্থলে যায়। গিয়ে দেখি অন্তত ৪টি বাস, ১২ থেকে ১৪টি ট্রাক, ৪ থেকে ৬টি যাত্রীবাহী চার্জার ভ্যান, ৫ থেকে ৭টি ব্যাটারিচালিত অটো এবং আর ৪টি মোটরসাইকেল ডাকাতির কবলে পড়েছে।’
রাশিদা বেগম চিকিৎসাধীন অবস্থায় বলছিলেন, ‘আমার ছেলে বেশ কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়। তার পায়ের রগ ছিঁড়ে যাওয়ায় আগামীকাল বুধবার (২৫ আগস্ট) ঢাকার পঙ্গু হাসপাতালে অপারেশন হবে। ছেলের অপারেশনের জন্য একটা গরু আর পাওয়ার টিলার বিক্রি করে ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। সেই টাকাও ছিনিয়ে নিয়ে চলে গেছে ডাকাতরা।’
ডাকাতির ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি বাসে বসেছিলাম। চলন্ত বাস দাঁড়িয়ে গেলো মাঝপথে। দেখি আমাদের গাড়ির সামনে একটি ট্রাক আছে। হঠাৎ ৮ থেকে ১০ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে বাসে উঠলো। উঠার পরে চালককে হাসুয়া দিয়ে আঘাত করলো। চালকের পেছনের সিটে আমি বসে ছিলাম। ডাকাতদের মধ্য থেকে একজন এসে বললো- এ বেটি কী আছে বের কর। হাসুয়া দিয়ে আমার ঘাড়ে আর পিঠে অনন্ত ১০ বার, আর হাতে ১৫ বার আঘাত করে।’
তিনি আরও বলেন, ‘আমি কান ঢেকে রেখেছিলাম। তারা জোর করতে লাগলো আর কানের গহনা খুলে দিতে বললো। আমি মিথ্যা বললাম- এগুলো পিতলের। তবুও তারা জোর করে সেগুলো নিয়ে গেলো। হাতে থাকা ভ্যানেটি ব্যাগ কেড়ে নিয়ে চলে গেলো। ওই ব্যাগে ২ লাখ ১০ হাজার টাকা ছিলো।’
আরও পড়ুন: একযোগে ৩৩ পরিবহনে ডাকাতি
গণপরিবহনে ডাকাতিতে অন্তত ২০ জন আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৬ থেকে ৮ জন। ভোলাহাট পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে বলে জানান ওসি মাহবুব।
শিয়াম/বকুল