ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ড্রেনের স্রোতে মুহূর্তেই হারিয়ে গেলেন জলজ্যান্ত মানুষটি! 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ২৫ আগস্ট ২০২১   আপডেট: ০১:৫৩, ২৬ আগস্ট ২০২১

বুধবার বৃষ্টিপাতে চট্টগ্রাম মহানগরী বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার মধ্যে নগরীর মুরাদপুর এলাকায় একটি বড় ড্রেনের পাশ দিয়ে সাবধানে গন্তব্যে যাচ্ছিলেন মোহাম্মদ সালাম (৩২)। কিন্তু হঠাৎই পা পিছলে তিনি ড্রেনের ভেতর পড়ে যান। মুহুর্তেই তিনি গভীর ড্রেনের পানির স্রোতে হারিয়ে যান।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে মর্মান্তিক এই দৃশ্য ধরা পড়ে ড্রেনের পার্শ্ববর্তী একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে। বুধবার সন্ধ্যা পর্যন্ত সালামের কোন সন্ধান পায়নি ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার বিপ্লব কুমার নাথ জানান, জলাবদ্ধতার মধ্যে চলাচলের সময় পথচারী সালামত উল্লাহ ড্রেনের পানিতে ডুবে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, জলাবদ্ধতায় ডুবে যাওয়ার মুরাদপুর এলাকার সড়কে সালামত অতি সাবধানে ড্রেনের পাশ ধরে হেঁটে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি পা পিছলে ড্রেনের পানিতে পড়ে যান। মুহুর্তেই তিনি ডুবে নিখোঁজ হন। সালামত উল্লাহ ড্রেনে পড়ে যাওয়ার সাথে সাথে আরও একাধিক পথচারী তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তারা ব্যর্থ হন।

চট্টগ্রাম/রেজাউল/এমএম


সর্বশেষ

পাঠকপ্রিয়