ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

জেলেদের জালে আবারও ধরা ৭টি পাখি মাছ 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ২৭ আগস্ট ২০২১   আপডেট: ১৩:৫৫, ২৭ আগস্ট ২০২১
জেলেদের জালে আবারও ধরা ৭টি পাখি মাছ 

পাখি মাছ

পটুয়াখালীর মহিপুরে জেলেদের জালে আবারও ধরা পড়েছে ৮ মণ ওজনের বিরল প্রজাতির ৭টি পাখি মাছ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে কালাম উল্লাহ নামের এক মাঝির জালে ৫টি ও সোবাহান নামের অপর এক মাঝির জালে ২টি মাছ ধরা পরে। ৭টি মাছের মধ্যে ৩টির ওজন ৬০ কেজি করে, ১টি ওজন ৪৫ কেজি ও অপর ৩টির ৩১ কেজি করে।

পরে শুক্রবার (২৭ আগস্ট)  দুপুরে মাছগুলো মৎস্য বন্দর মহিপুরের এমকে ফিস নামের গদিতে বিক্রি করতে নিয়ে আসা হয়। মাছগুলো এক নজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।

আরো পড়ুন:

ওই দুই জেলে জানান, দ্রুতগামী এ পাখি মাছ এর আগে কখনো তাদের জালে ধরা পরেনি। মাছের ওজন বেশি হওয়া ঘাটে নিয়ে আসতে তাদের বেশ কষ্ট হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ার দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এর ইংলিশ নাম সেইল ফিস। এর আগে নুরুন্নবী মাঝি নামের এক জেলে ৬০ ও ৫৫ কেজি ওজনের ৮টি মাছ মহিপুরে নিয়ে আসেন।

ইমরান/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়