ঢাকা     বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৩ ১৪৩১

দিনাজপুরে নদীতে ডুবে ডুবুরিসহ ২ জনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৮ আগস্ট ২০২১   আপডেট: ১৩:১২, ২৮ আগস্ট ২০২১
দিনাজপুরে নদীতে ডুবে ডুবুরিসহ ২ জনের মৃত্যু

দিনাজপুরের কাহারোল উপজেলার ঢেপা নদীতে এক যুবককে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে ফায়ার সার্ভিসের ডুবুরিসহ ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার ভদ্রবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিয়ষটি নিশ্চিত করেছেন কাহারোল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন।

আরো পড়ুন:

নিহতরা হলেন— ডুবুরি রংপুর ফায়ার সার্ভিসের সদস্য আব্দুল মতিন (৪২) ও সুজন দেব শর্মা কাহারোর উপজেলার সুলতানপুর ভেন্ডাবাড়ী গ্রামের বিনয় দেব শর্মার ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ওসি জানান, গতকাল দুপুরে কাহারোলের ঢেপা নদীতে বিগ্রহকে প্রণাম করতে সুজন দেব পানিতে নামেন। পানিতে নামার পর তিনি না উঠলে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে। দীর্ঘ সময় ধরে সুজনকে খুঁজে না পেলে, স্থানীয়রা রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে আজ সকালে রংপুর ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঢেপা নদীতে আসেন এবং ডুবুরি আব্দুল মতিন পানিতে উদ্ধারে নামেন। পরে ডুবুরি মতিনের কোমড়ের রশি কোথাও জড়িয়ে গেলে তিনি পানির নিচে আটকে যান। এসময় আর একজন ডুবুরি তাকে উদ্ধার করে। পরে ডুবুরি মতিনকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসক মর্তুজা রহমান তাকে মৃত ঘোষণা করেন।

মর্তুজা রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

মোসলেম/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়