ঢাকা     বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৩ ১৪৩১

বাসাইলে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিম্নাঞ্চল প্লাবিত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২৮ আগস্ট ২০২১  
বাসাইলে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিম্নাঞ্চল প্লাবিত

টাঙ্গাইলের বাসাইল উপজেলার স্থানীয় একটি সড়ক ভেঙে কযেকটি গ্রামের মানুষের উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে বাসাইল-নাটিয়াপাড়া সড়কের বাসাইল দক্ষিণ পাড়া এলাকা ভেঙে যায়।

সড়কটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হিসেবে ব্যবহার হতো। এটি ভেঙে যাওয়ায় উপজেলার দক্ষিণাঞ্চলের অন্তত ১০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের। একশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, বাসাইল-নাটিয়াপাড়া সড়কটি ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছে এলাকাবাসী। এই সড়ক দিয়ে বাসাইল উপজেলার আদাজান, কাঞ্চনপুর, বিলপাড়া, হাবলা; মির্জাপুর উপজেলার কুর্নী, ফতেপুর, পাটখাগুড়ী, মহেড়া, ভাতকুড়া, আদাবাড়ি এবং দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া, বর্নীসহ বিভিন্ন গ্রামের মানুষের বাসাইল উপজেলা শহরে যাতায়াত ছিলো। সড়কটি ভেঙে যাওয়ায় এসব গ্রামের মানুষের বিপাকে পড়তে হয়েছে।

আরো পড়ুন:

ব্যাটারিচালিত অটোরিকশার চালক আতিক মিয়া বলেন, ‘এই সড়কে আমরা গাড়ি চালাই। এখন আমরা গাড়ি চালাতে পারছি না।’ 

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ভাঙন কবলিত সড়ক পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান তিনি।

কাওছার/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়