নৈশ কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নীলফামারী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নীলফামারীর সৈয়দপুরে ঢাকাগামী নৈশ কোচের ধাক্কায় আনিছুর রহমান (৪২) নামে এক মোটরসাইকলে আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় উপজেলা শহরের ওয়াপদা দুই নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রোববার (২৯ আগস্ট) সকালে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আনিছুর রহমান নওগাঁর সান্তাহার উপজেলার রানীনগরের পূর্ব বালুভরা গ্রামের বাছের আলীর ছেলে। তিনি সৈয়দপুর শহরের রসুলপুর এলাকায় থাকেন এবং রেলওয়ে কারখানায় চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, আনিছুর রহমান মোটরসাইকেলযোগে সৈয়দপুর শহর থেকে ঢেলাপীর বাজারের দিকে যাচ্ছিলেন।এসময় বিপরীত দিক থেকে আসা একটি নৈশকোচের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান আনিছুর।
সিথুন/বুলাকী