ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

চলে গেলেন বইপ্রেমী মকবুল

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ৩১ আগস্ট ২০২১  
চলে গেলেন বইপ্রেমী মকবুল

দিনাজপুরের বইপ্রেমী বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ৬টায় জেলার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

প্রবীণ রাজনীতিক মকবুল হোসেন ছিলেন দিনাজপুরে মুক্তিযুদ্ধের সংগঠকদের একজন। শহরের কালিতলা সর্দারপাড়ায় নিজবাড়িতে ১০ হাজার বইয়ের সেঁওতি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছেন তিনি। 

একাত্তর পূর্ব সময়ে ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন মকবুল হোসেন। ১৯৭০ সালে জেলা ছাত্রলীগের অন্যতম নেতা হিসেবে মুক্তিযুদ্ধে মুজিববাহিনীতে সক্রিয় ছিলেন। এর ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম কাউন্সিলে ছাত্রলীগের জেলার সাধারণ সম্পাদক ও পরে সভাপতি নির্বাচিত হন। নেতৃত্বের ধারায় ১৯৭৪ সালে দিনাজপুর আইন কলেজছাত্র সংসদ নির্বাচনের জিএস নির্বাচিত হন তিনি। ১৯৭৫ এর ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর সারা দেশের মতো দিনাজপুর শহরে যে সব আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়ে ছিল, তাঁদের অন্যতম ছিলেন মকবুল হোসেন। তবে জেল থেকে ফিরে আর আওয়ামী লীগে যোগ দেননি। 

‘৯০ দশকের শেষের দিকে রাজনীতি বিমুখ হয়ে লাইব্রেরিতেই মগ্ন হয়েছেন তিনি। ৩০ বছর যাবৎ বই সংগ্রহ করেছেন। স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশের পর ২০১৯ সালের ৫ জানুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবসে বইপ্রেমী মকবুল হোসেনকে প্রথমবারের মতো পুরস্কৃত করে দিনাজপুর জেলা পরিষদ। 

মকবুল হোসেনের মৃত্যুতে দিনাজপুর জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী, এনজিও কর্মজীবী নারীসহ জেলার একাধিক রাজনীতিকেরা শোক জানিয়েছেন।

/তারা/ 


সর্বশেষ

পাঠকপ্রিয়